ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

সারাদেশ

শাহরাস্তিতে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, আগস্ট ৬, ২০২৫
শাহরাস্তিতে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চাঁদপুরের শাহরাস্তিতে মেহের গোদা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।  

বুধবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে দুটি ভবন ভেঙে দেওয়া হয়।

ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার হয়।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঠাকুর বাজারের মাঝ দিয়ে প্রবাহিত মেহের গোদা খালের দুই পাড় দখল করে স্থানীয় কিছু ব্যবসায়ী স্থায়ী ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। সম্প্রতি পৌর এলাকার বিভিন্ন খালের পানিপ্রবাহ নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়। তারই ধারাবাহিকতায় ঠাকুর বাজারে আনোয়ার হোসেন লিটনের মালিকানাধীন ‘আমানিয়া হোটেল’ নামে একটি দ্বিতল ভবন এবং আমীর হোসেন গাজীর মালিকানাধীন একটি একতলা ভবন অপসারণ করা হয়।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ভবন মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।