ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

সারাদেশ

মোহনগঞ্জে ধলাই নদীতে নৌকাডুবি: নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, আগস্ট ৬, ২০২৫
মোহনগঞ্জে ধলাই নদীতে নৌকাডুবি: নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ডুবুরির অভিযান

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরে হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় ৩৬ ঘণ্টা পর নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

বুধবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ডুবে যাওয়া নৌকা থেকে তাদের লাশ উদ্ধার করে নেত্রকোনা ডুবুরি দল।

মৃত দুই শ্রমিক হচ্ছেন- মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পৃথক গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিনগত রাত ৩টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শ নগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শ নগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়।

এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুজন নিখোঁজ থাকেন। (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালালেও ভারী বৃষ্টি ও নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়৷ বুধবার বিকেলে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে তাদের দুজনের লাশ উদ্ধার করে।  

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুই শ্রমিকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।