খাগড়াছড়ি: ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খাগড়াছড়িতে জনসমাবেশ করেছে বিএনপি।
বুধবার(৬ আগস্ট) বিকেলে জেলা শহরের মুক্তমঞ্চে এর আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, আগামীতে বিএনপি কোনো হাসিনার জন্ম হতে দেবে না। নতুন কোনো ফ্যাসিস্ট, অত্যাচারী ও লুটপাটকারী, আধিপত্যবাদ, ক্ষমতা অপব্যবহারীদের জন্ম হতে দেবে না।
এ সময় রাজনীতির নামে একটি নতুন দল নানাভাবে চাঁদাবাজি করছে। সন্ত্রাস, লুটপাটকারী ও চাঁদাবাজদের বিচার এ সরকার করবে এমনটাই দাবি করেন। নির্বাচন যেন ফেব্রুয়ারিতেই হয় সেই দাবি জানান তিনি। হাসিনা ও তার দল প্রশ্রয় না পায় সেদিকে খেয়াল রাখতে ড. ইউনূসের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা ত্যাগী ও নির্যাতিত নেতা ওয়াদুদ ভূইয়া ছাড়া সুবিধাভোগী ও ফ্রিজ নেতাদের দৌড়ঝাঁপ থামাতে কেন্দ্রের প্রতি আহ্বান জানান নেতারা।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন চেঙ্গী স্কোয়ার এলাকায়। সেখান থেকে বিজয় মিছিল নিয়ে শহরের শাপলা চত্বরে জনসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।
এডি/জেএইচ