ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫১.৮৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, অক্টোবর ১৬, ২০২৫
এইচএসসিতে সিলেটে পাসের হার ৫১.৮৬ শতাংশ সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন। 

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে এ বছর পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন।

 

এ বছর পূর্ণ সিলেবাসে ৬৯ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষা দিয়ে পাস করে ৩৫ হাজার ৮৭১ জন। পাসকৃতদের মধ্যে ১৩ হাজার ৮৭০ জন ছাত্র ও ২২ হাজার ১ জন ছাত্রী।  

এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। গত ৭ বছরের মধ্যে বোর্ডে এটাই সর্ব নিম্ন ফলাফল।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করে এই ফলাফল ঘোষণা করেন।  

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।