কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক ওয়ার্কশপ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুলের বিপরীতে প্রয়াত হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মো. দুলাল মিয়া (৪৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। দুলাল মিয়া কুমিল্লা নগরের ২২ নম্বর ওয়ার্ড বড় দুর্গাপুর এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিকপক্ষের লোকজন এলাকায় না থাকায় দুলাল মিয়া ভাড়া সংগ্রহ করতেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। রাতভর খোঁজাখুঁজির পর রোববার সকালে হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং বাড়ির ভাড়াটিয়া স্বামী-স্ত্রীকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে সিআইডি বিভিন্ন আলামত সংগ্রহ করে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরএ