নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
গ্রেপ্তার মো. ফয়সাল আহম্মেদ (২৯) নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। এ সময় গ্রেপ্তার ফয়সালের কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া ওয়ারেন্ট অফিসার পরিচয়ের আইডি কার্ড, সেনা ইউনিফর্ম, একটি মানিব্যাগ, একটি কাঁধের ব্যাগ এবং ২৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ফয়সাল একসময় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এক মেজরের বাসায় কাজের ছেলে হিসেবে কর্মরত ছিলেন। সে সময় সেনাবাহিনীর আচরণ, ভাষা ও চালচলন রপ্ত করে বেরিয়ে এসে তা কাজে লাগিয়ে নিজেকে কখনো মেজর, কখনো ওয়ারেন্ট অফিসার, আবার কখনো সার্জেন্ট পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেন। টার্গেট করতেন বিশেষ করে প্রবাসীর স্ত্রীদের। ভিডিও কলে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের কাছ থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিতেন তিনি।
এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা এলাকার এক প্রবাসীর স্ত্রীকে ফয়সাল টার্গেট করে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার দাবি করে ভিডিও কলে তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ৯ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বাসা থেকে বাইরে নিয়ে যান। পরে তার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেন এবং শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি তার ভাইকে জানান। এ ঘটনায় তার ভাই সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ফয়সালের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা চলমান রয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআরপি/জেএইচ