ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফ্রিজে পচা-বাসি খাবার, তিন প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, অক্টোবর ৯, ২০২৫
ফ্রিজে পচা-বাসি খাবার, তিন প্রতিষ্ঠানের মালিককে জরিমানা তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনী এ অভিযান চালায়।

 

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, পচা-বাসি খাবার ফ্রিজে রাখায় এবং নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা, পচা-বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা এবং ক্ষতিকর রং ব্যবহার ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে মামনি ব্রেড অ্যান্ড কনফেকশনারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।