বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ল্যান্ড মাইন বিস্ফোরণে মো. রবি আলম (২৫) নামে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে জানা যায়, রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি সীমান্ত পিলার ৩৬ এর বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখল করা হাতিরঝিরি পোস্টের কাছে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে রবি গুরতর আহত হন।
বাইশফাঁড়ি এলাকাটি কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাইশফাঁড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা।
আহত মো. রবি আলম কক্সবাজাজারের উখিয়া উপজেলার ১৭ নম্বর ক্যাম্পের ব্লক বি/৮৪ এর বাসিন্দা। তিনি ওিই ব্লকের মো. হোসেনের ছেলে।
এদিকে সঙ্গে থাকা অন্যান্য রোহিঙ্গারা ঘটনাস্থল থেকে গুরুতর আহত রবিকে উদ্ধার করে প্রথমে উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ আগস্ট সকালে ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশের কুরুল কাটার জন্য মিয়ানমারে অনুপ্রবেশ করলে মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে যায়।
এসআই