ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৮ ঘণ্টা পর ১৮ জেলে উদ্ধার 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, সেপ্টেম্বর ২, ২০২৫
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৮ ঘণ্টা পর ১৮ জেলে উদ্ধার  ছবি: সংগৃহীত

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি আবদুল্লাহ তুফান নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলার ডুবির ৮ ঘণ্টা পর ভাগ্যক্রমে ১৮ জেলে উদ্ধার হলেও ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (১ সেপ্টেম্বর) দিন গত রাত আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।  

এফবি আবদুল্লাহ তুফান ট্রলারের মালিক মো. সগির হোসেন জানান, ট্রলারের জেলেরা মাছ ধরার জন্য সাগরে জাল‌ ফেলে অপেক্ষা‌ করছিলেন। ঠিক রাত আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে হঠাৎ ডুবে যায় ট্রলারটি। মুহূর্তের মধ্যে ট্রলারে থাকা জেলেরা দিগবিদিক হয়ে লাফিয়ে পানিতে পড়ে যায়। পরে ভাসতে ভাসতে মহিপুর এলাকার একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে।  

উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের মঙ্গলবার সকালে মহিপুর নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন স্থানে। ডুবে যাওয়া ট্রলারটি আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানা গেছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।