ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

জামালপুরে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে এক ব্যাক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, সেপ্টেম্বর ৬, ২০২৫
জামালপুরে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে এক ব্যাক্তি নিহত ঘটনাস্থল

জামালপুরের মেলান্দহে চোর সন্দহে গণপিটুনিতে রিপন মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া একই এলাকার মোজাম্মেল মিস্ত্রীর ছেলে। রিপন মিয়ার বিরুদ্ধে মেলান্দহ থানায় তিনটি চুরি, তিনটি মাদক, জুয়া ও জামালপুর সদর থানার প্রতারণা ও মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে চুরি করার জন্য রেহাই পলাশতলা এলাকার প্রয়াত কসর মণ্ডলের ছেলে বুরহান উদ্দিনের ঘরে ঢোকেন রিপন মিয়া। বিষয়টি টের পেয়ে বুরহান উদ্দিন ও তার পরিবারের লোকজন জেগে উঠে চিৎকার দেন। এসময় তাদের প্রতিবেশীরা এগিয়ে এসে রিপন মিয়াকে আটক করে গণপিটুনি দেন। এতে ভোর ৫টার দিকে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) স্নেহাশিষ রায় বলেন, গণপিটুনিতে রিপন মিয়া নামে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।