ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

শরীয়তপুরে পুলিশের ভোজসভার অতিথি সেই যুবলীগ নেতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শরীয়তপুরে পুলিশের ভোজসভার অতিথি সেই যুবলীগ নেতা গ্রেপ্তার  পুলিশের ভোজসভায় অতিথি মোক্তার ব্যাপারী

শরীয়তপুরের জাজিরায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের মাসিক ভোজসভায় অতিথি হয়ে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নাওডোবা ইউনিয়ন সভাপতি সেই মোক্তার বেপারীকে গেপ্তার করেছে পুলিশ।  

একই দিন (শুক্রবার দিবাগত রাত) গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ডাইনিং রুমে আয়োজিত মাসিক ভোজসভায় উপস্থিত ছিলেন থানার কর্মকর্তা-কর্মচারী, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণীপেশার অতিথি। সেখানেই দেখা যায় মোক্তার বেপারীকে অন্যান্য অতিথির সঙ্গে টেবিলে বসে থাকতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।  

মোক্তার বেপারীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকায় ওইদিন রাত ২টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিনি (মোক্তার বেপারী) নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে আমরা জানতে পারি তিনি যুবলীগের নেতা।  

ওসি আরও বলেন, মোক্তার বেপারীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।