ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

স্পিডবোটডুবি: নেত্রকোনায় ধনু নদে মিলল নিখোঁজ আরও ২ জনের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, সেপ্টেম্বর ১৪, ২০২৫
স্পিডবোটডুবি: নেত্রকোনায় ধনু নদে মিলল নিখোঁজ আরও ২ জনের লাশ নেত্রকোনার মানচিত্র

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট এলাকায় ধনু নদে স্পিডবোট ডুবে নিখোঁজ আরও দুজনের লাশ পাওয়া গেছে। এ নিয়ে এ ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে এক নারী ও দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার হলো।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুজনের লাশ পাওয়া যায়। এর আগে শনিবার একজনের লাশ উদ্ধার হয়। এখনো নিখোঁজ রয়েছে একটি শিশু।

জানা যায়, রোববার সকাল পৌনে ৯টার দিকে পাঁচহাট গ্রামের পাশে লাশ দুটি ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া দুজন হলেন- আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার সাত বছরের মেয়ে লায়লা আক্তার এবং নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।

এর আগে শনিবার দুপুরে উষামনি নামে একটি শিশুর লাশ উদ্ধার হয়।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির উত্তর পাশে একটি স্পিডবোট মাছ ধরার নৌকার ধাক্কায় ডুবে যায়। এসময় ওই স্পিডবোটে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। স্পিডবোট ডুবে যাওয়ার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হন। যাদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার হয়েছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।