রাজশাহীতে ‘বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিং সেবার (এমএফএস) সম্ভাবনা ও সমসাময়িক চ্যালেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের যৌথ উদ্যোগে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় পুলিশের ৫০ জন সদস্য অংশ নেন।
কর্মশালায় নগদ লিমিটেডের চিফ স্ট্র্যাটেজিক রিলেশনস অ্যান্ড এলইএ অপারেশন অফিসার এম মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আর বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
স্বাগত বক্তব্যে এম মাহাবুব আলম বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। নগদ লিমিটেড পুলিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং তদন্ত কর্মকর্তাদের কেওয়াইসি তথ্য, লেনদেনের বিবরণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। এ ধরনের কর্মশালার মাধ্যমে সহযোগিতা আরও জোরদার হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে সহায়তা করা সম্ভব হবে।
মোহাম্মদ শাহজাহান বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের সঙ্গে প্রতারণার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এই কর্মশালার মাধ্যমে আমাদের তদন্ত কর্মকর্তারা আরও দক্ষ হয়ে উঠবেন। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও পুলিশ একসঙ্গে কাজ করলেই প্রতারকচক্রকে আইনের আওতায় আনা সম্ভব।
মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, বর্তমানে নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সময় মোবাইল ব্যাংকিং সীমিত ছিল। এখন সব শ্রেণির মানুষ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করছেন। তবে সাধারণ মানুষের সচেতনতার অভাবে তারা প্রতারণার শিকার হচ্ছেন।
তিনি বলেন, বর্তমানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অপরাধীরা মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার করছে। এই কর্মশালার মাধ্যমে তদন্তকারী কর্মকর্তারা মোবাইল ব্যাংকিং সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে যা তদন্ত কার্যক্রমে সহায়ক হবে এবং মানুষকে অধিক সেবা দিতে সক্ষম হবেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক এবং ঢাকা স্টাফ কলেজের পরিচালক (ট্রেনিং) পুলিশ সুপার মো. মাহবুবুল আলম এবং নগদ লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলামসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এনডি