ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে দুইদিন পর নদীতে মিলল নিখোঁজ ব্যক্তির লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, সেপ্টেম্বর ১৫, ২০২৫
গাজীপুরে দুইদিন পর নদীতে মিলল নিখোঁজ ব্যক্তির লাশ ফাইল ফটো

গাজীপুর: গাজীপুর মহানগরের পূবাইল ছিকুলিয়া এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুইদিন আগে নৌকা ভ্রমণে পিকনিকে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মানিক রোজারিও (৪৫) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাগদী এলাকার গেদু রোজারিও'র ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার নৌকাযোগে গাজীপুরে বালু নদী এলাকায় পিকনিকে যায় মানিক রোজারিওসহ আরো কয়েকজন। একপর্যায়ে মানিক রোজারিও নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।  

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, কিছু লোকজনের সঙ্গে মানিক রোজারিও নৌকা ভ্রমণে যায়। ওই সময় নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হয়। সোমবার তার লাশ নদীতে ভেসে ওঠে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএস/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।