ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সংঘবদ্ধ ধর্ষণ মামলা: কমলনগরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সংঘবদ্ধ ধর্ষণ মামলা: কমলনগরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গ্রেপ্তার রহিম

লক্ষ্মীপুরের কমলনগরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রহিমকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নোয়াখালীর সুধারাম থানাধীন আন্ডারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকার আবদুল গনির ছেলে।  

দুপুরে নোয়াখালী র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।  

র‍্যাব জানায়, রহিমের বিরুদ্ধে ২০১৪ সালে লক্ষ্মীপুরের কমলনগর থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলা দায়ের হয়। ২০২২ সালের ১১ অক্টোবর লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ওই মামলায় মৃত্যুদণ্ডের রায় দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে র‍্যাব অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নোয়াখালীর আন্ডারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নোয়াখালী জেলার সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।