ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর, দিশেহারা পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, সেপ্টেম্বর ২৪, ২০২৫
নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর,  দিশেহারা পরিবার আশরাফুল হক লিমন: ফাইল ফটো

ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও গ্রাম থেকে মো. আশরাফুল হক লিমন (১৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে।  

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই (রোববার) নিজ বাসা থেকে কিশোরটি বের হয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজ আশরাফুল হক লিমনের বাবার নাম মো. রবিউল হক। কিশোরটি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে প্রতিবন্ধী এবং একা চলাফেরা করতে পারে না। পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পরদিন ২১ জুলাই (সোমবার) আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটিকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে ০১৭৪৩৬৩২০৩৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, পরিবার ও স্থানীয় এলাকাবাসী শিশুটির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার সহযোগিতা কামনা করছেন।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।