ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

খেলা

টাইগারদের জয়ে দেশ জুড়ে উৎসবের আমেজ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মার্চ ৫, ২০১৫

ঢাকা: নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডকে ছয় উইকেটে হারানোর পর বাধভাঙা উচ্ছ্বাসে মাতে বাংলাদেশের সমর্থকরা। টাইগারদের এ জয়ে এদিন উৎসবে মাতে প‍ুরো দেশ।

আর প্রতিবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরেও উৎসবমুখর পরিবেশ রুপান্তরিত হয়। ছাত্র-ছাত্রীরা সহ উৎসুক জনতার সবাই উল্লাসে মাতেন।

প্রথমে ব্যাট করে ওপেনার কাইল কোয়েতজারের ১৫৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে ৩১৯ রানের বড় লক্ষ্য বেধে দেয় স্কটিশরা। জবাবে সাকিব-তামিমদের ব্যাটিং নৈপুণ্যে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। সেই সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটিও করে মাশরাফি বাহিনী।

এদিন সর্বোচ্চ ৯৫ রান করেন তামিম ইকবাল। এটি বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৬২ ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৬০ রান। আর শেষ দিকে সাকিব আল হাসান ৫২ ও সাব্বির রহমান ৪২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের যেকোনো জয়ই সমর্থকদের মাঝে উৎসবের পারদ জোগায়। আজকের ম্যাচটিতে ছিল একটু ভিন্ন মাত্রা। কারণ, স্কটিশদের হারিয়ে টাইগাররা কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল। এ কারণেই হয়তো সমর্থকদের মাঝে উল্লাসটা একটু বেশিই ছিল।

টিএসসিতে বড় পর্দায় প্রিয় দলের জয়ের পর পরই সবাই রঙিন হাতে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন। কেউ কেউ জাতীয় পতাকা হাতে বিজয় উৎসবে মাতেন। সব মিলিয়ে পুরো ঢাকা শহরের উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় টিএসসি চত্বর।

উল্লেখ্য, ০৯ মার্চ অ্যাডিলেডে ইংল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি-সাকিবরা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘন্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।