ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেডারেশন কাপ ২০১৫

প্রথমার্ধে গোলবন্যা, জামাল-২ মুক্তিযোদ্ধা-৪

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
প্রথমার্ধে গোলবন্যা, জামাল-২ মুক্তিযোদ্ধা-৪ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃহস্পতিবার ফেডারেশন কাপের ফাইলানে মুখোমুখি হয় শেখ জামাল ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষে ফেডারেশন কাপের অন্যতম সেরা দল ও গতবারের রানার্সআপ মুক্তিযোদ্ধা ৪-২ গোলে এগিয়ে আছে।



৬ মিনিটে শেখ জামালের মামুনুল ইসলাম লম্বা পাস দেয় সোহেল রানাকে। আর সোহেল রানার উড়ন্ত ক্রসকে হেড দিয়ে গোলে রূপান্তর করেন এমেকা ডর্লিংটন। ফলে ১-০ গোলে এগিয়ে যায় ধানমন্ডি পাড়ার দলটি।   

তবে গোল শোধ করতে বেশী সময় নেয়নি আবু ইউসুফের শিষ্যরা। ৮ মিনিটে মুক্তির ফয়সালের ক্রস ডি বক্সের মধ্যে জামালের রক্ষণভাগের খেলোয়াড় ইয়ামিন মুন্না ক্লিয়ার করতে গিয়ে উল্টো জামালের জালে জড়িয়ে দেন। ফলে সমতায় ফেরে অল রেডস খ্যাত মুক্তিযোদ্ধা (১-১)।

১০ মিনিটে জামালের  দুঃসময়ের ত্রাণকর্তা অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরীর শক্তিশালীটি শটটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। এর ঠিক পরেই একটি সুবর্ন সুযোগ মিস করে মুক্তিযোদ্ধা। ডি বক্সের মধ্যে শেখ জামালের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় মুক্তির আকরামুজ্জামান লিটন।  

১৩ মিনিটে রায়হানের লম্বা থ্রো থেকে বল পান ডি বক্সের মধ্যে থাকা ডার্লিংটন। তার কাছ থেকে বল পেয়ে গোল করেন ওয়েডসন অ্যানসেলমে। ফলে ২-১ গোলে এগিয়ে যায় ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল।

৩০ মিনিটে ডান প্রান্ত থেকে মুক্তির এনামুলের লম্বা থ্রো বক্সের মধ্যে থাকা ঘানার আব্বাস ইনুসার হেড থেকে পড়ে কামারার পায়ে। কামারা প্লেসিং শটে জামালের জাল কাঁপিয়ে দেয় (২-২)।

৩৯ মিনিটে কর্নার পায় মুক্তিযোদ্ধা। আকরামুজ্জামান লিটনের কর্নার থেকে উড়ন্ত বলে  মাথা ছুইয়ে গোল করেন মুক্তির অধিনায়ক ও ফরোয়ার্ড এনামুল হক(৩-২)।   

৪১ মিনিটে আবারো গোল করেন এনামুল হক। ফয়সালের ক্রস থেকে কামারা সার্বার সহায়তায় বাম পায়ের গড়ানো গোল করেন এনামুল (৪-২)।

উল্লেখ্য, ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে ঐতিহ্যবাহী আবাহনীকে ও সেমিফাইনালে মোহামেডানকে টাইব্রেকারে(সাডেন ডেথে) পরাজিত করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘন্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।