ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেনাবাহিনী হকি প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন ৯ পদাতিক ও রানারআপ ১১ পদাতিক দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
চ্যাম্পিয়ন ৯ পদাতিক ও রানারআপ ১১ পদাতিক দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতায় (২০১৫) ৯ পদাতিক দল চ্যাম্পিয়ন ও ১১ পদাতিক দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে সাভার সেনানিবাস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, পিএসপি।



অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সাভার এলাকার সব অফিসার, জেসিও, এনসিও ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতাটি গত ০১ মার্চ ৯ পদাতিক ডিভিশনের তত্বাবধানে শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।