ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

খেলা

বাফুফের ম্যাচ কমিশনার কোর্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, মার্চ ৫, ২০১৫
বাফুফের ম্যাচ কমিশনার কোর্স

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২০১৪-১৫ ফুটবল মৌসুমে আসন্ন ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৪-১৫’-এর খেলাসহ অন্যান্য প্রতিযোগিতার খেলা পরিচালনার জন্য ‘ম্যাচ কমিশনার’ কোর্স আরম্ভ করতে যাচ্ছে।

অভিজ্ঞ ফুটবল সংগঠক, প্রাক্তন ফুটবলার এবং প্রাক্তন রেফারিসহ খেলাধুলায় আগ্রহীদের আগামী ১০ মার্চের মধ্যে এ কোর্সে অংশ নিতে বাফুফে সচিবালয় বরাবর আবেদন করতে হবে।



আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে এক কপি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের রঙ্গিন ফটোকপি, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট এবং ক্রীড়াক্ষেত্রে অবদানের বিবরণ।

বাফুফে ভবনে আয়োজিতব্য দুই দিনব্যাপী এ কোর্সে অংশগ্রহণকারী শুধুমাত্র উত্তীর্ণ ব্যক্তিবর্গই ম্যাচ কমিশনার হিসেবে বাফুফের ‘ম্যাচ কমিশনার’ পুলের অন্তর্ভুক্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘন্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।