ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

খেলা

শনিবার থেকে জাতীয় স্কুল হকি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, মার্চ ৫, ২০১৫
শনিবার থেকে জাতীয় স্কুল হকি

ঢাকা: আগামী শনিবার থেকে শুরু হচ্ছে 'ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা'র চূড়ান্ত পর্বের খেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ পর্বের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে।



এর আগে ঢাকা ভেন্যুতে ২১টি স্কুল ৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে। প্রত্যেকটি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলছে চূড়ান্ত পর্বে। ১১ টি ভেন্যু থেকে মোট ৩২টি স্কুল চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, চুড়ান্ত পর্বের খেলা আগামী ০৭ মার্চ (শনিবার) থেকে মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।