ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জেলা ফুটবল লীগে সৈয়দপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
জেলা ফুটবল লীগে সৈয়দপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লীগের চূড়ান্ত খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার ( ৫ মার্চ) বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।



চূড়ান্ত খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমি ১-০ গোলে নীলফামারী দক্ষিণা ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ব্যবধানমূলক গোলটি  করেন সৈয়দপুর ফুটবল একাডেমির ৯ নম্বর জার্সি  পরিহিত খেলোয়াড় মোর্শেদুল  ইসলাম।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক  মো. জাকীর হোসেন।
 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. এনামুল হক,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী চেম্বারের সভাপতি  এস এম শফিকুল আলম,  জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লীগ কমিটির আহবায়ক তরিকুল ইসলাম  গোলাপ জানান,  নিটল টাটা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে লীগ শুরু হয়।

লীগে জেলার ছয়টি উপজেলার মোট আটটি ফুটবল দল অংশ নেয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।