ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইতালিয়ান কাপে জুভেন্টাসের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
ইতালিয়ান কাপে জুভেন্টাসের হার ছবি: সংগৃহীত

ঢাকা: চেলসি থেকে ধারে খেলতে আসা মোহাম্মদ সালাহর জোড়া গোলে ইতালিয়ান কাপে জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফিওরেন্তিনা। ঘরের মাঠে সেমি ফাইনালের প্রথম লেগে হেরে যাওয়‍ায় জুভিদের জন্য ফাইনালে উঠাটা বেশ কষ্টসাধ্যই হবে।



তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে প্রথমার্ধের ১১ মিনিটেই লিড নিয়ে স্বাগতিকদের স্তম্ভিত করে দেয় ফিওরেন্তিনা। মিডফিল্ডার জোয়াকুইনের অ্যাসিস্ট থেকে নিজের প্রথম গোলটি করেন সালাহ। ২৪ মিনিটের মাথায় স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তের গোলে সমতায় ফেরে জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারো ফিওরেন্তিনার ত্রাতার ভূমিকায় হাজির হন মিশরীয় উইঙ্গার সালাহ। এবারো গোলের নেপথ্যে ছিলেন জোয়াকুইন। ২-১ এ পিছিয়ে পড়‍ার পর সমতায় ফিরতে কার্লোস তেভেজদের সব প্র্রচেষ্টাই ভেস্তে যায়।

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে একটি সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো পেরেইরা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে ফিওরেন্তিনার মাঠে জুভেনন্টাসকে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে।

আগামী ০৯ এপ্রিল দু’দলের মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০০১ সালে ইতালিয়ান কাপের শিরোপা ঘরে ত‍ুলেছিল ফিওরেন্তিনা। আক্ষেপটা জুভেন্টাসেরই বেশি। ইতালিয়ান চ্যাম্পিয়নরা গত বিশ বছর যাবৎ এই শিরোপার মুখ দেখেনি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘন্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।