ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্রাজিল দলে ফিরলেন মার্সেলো-রবিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
ব্রাজিল দলে ফিরলেন মার্সেলো-রবিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্স ও চিলির বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেলেন মার্সেলো ও রবিনহো। রিও দি জেনিরোতে এক প্রেস কনফারেন্সে সেলেকাওদের কোচ কার্লোস দুঙ্গা এমনটি নিশ্চিত করেছেন।



ব্রাজিল বিশ্বকাপে দলের নিয়মিত সদস্য হলেও বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই দলে অনুপস্থিত রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার মার্সেলো। তারকা স্ট্রাইকার রবিনহো তো বিশ্বকাপেই সুযোগ পাননি। ৩১ বছর এই ফুটবলার রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের মতো বিশ্বসেরা ক্লাবের হয়ে খেলেছেন। মিলান থেকে এখন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে ধারে খেলছেন।

আগামী ২৬ মার্চ প্যারিসে ফ্রান্সের বিপক্ষে এবং ২৯ মার্চ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: জেফারসন, মার্সেলো গ্রোহে ও দিয়েগো আলভেজ।

ডিফেন্ডার: ডেভিড লুইজ, মারকুইনহোস, থিয়াগো সিলভা, মিরান্ডা, ফ্যাবিয়ানো, মার্সেলো, ফিলিপে লুইস ও দানিলো।

মিডফিল্ডার: লুইস গুস্তাভো, ফার্নানদিনহো, ইলিয়াস, সউজা, অস্কার, উইলিয়ান, কুতিনহো ও ডগলাস কস্তা।

ফরোয়ার্ড: রবার্তো ফিরমিনো, নেইমার, দিয়েগো তারদেল্লি ও রবিনহো।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘন্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।