ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হেরেই গেল রোনালদো, বেল, বেনজেমাদের রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
হেরেই গেল রোনালদো, বেল, বেনজেমাদের রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে এবার হেরেই গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে বসেছে।

ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও রিয়ালের থেকে এক ম্যাচ কম খেলা আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার পরের ম্যাচে শীর্ষে উঠার সুযোগ তৈরি হল।

প্রায় সাড়ে ৫২ হাজার দর্শকের উপস্থিতিতে আদুরিজের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক হিসেবে খেলতে নামা অ্যাতলেতিকো বিলবাও।

বিলবাওয়ের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে খুঁজে পাওয়া যায়নি রিয়ালের হয়ে খেলতে নামা ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুস, ইসকো, গ্যারেথ বেল আর করিম বেনজেমাদের। গত ম্যাচে রিয়াল অপেক্ষাকৃত দুর্বল দল ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করেছিল।

ম্যাচের ২৬ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে গোলটি করেন আদুরিজ। মাইকেল রিকোর অ্যাসিস্টে গোল করেন আদুরিজ। ফলে, ১-০ গোলের লিড নেয় বিলবাও।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বিলবাও। আর দ্বিতীয়ার্ধে নিজেদের ম্যাচে ফেরাতে চেষ্টা করেও ব্যর্থ হন রিয়ালের রোনালদো, বেল আর বেনজেমারা। ফলে, পরাজয় নিয়েই মাঠ ত্যাগ করে অতিথি হিসেবে খেলতে নামা রিয়াল মাদ্রিদ।

এ পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে দূরত্ব কমলো রিয়ালের। ২৬ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ৬১ পয়েন্ট। ২০টি ম্যাচে জয়ের পাশাপাশি একটি ড্র আর ৫টি পরাজয় রয়েছে রিয়ালের। আর এক ম্যাচ কম খেলা বার্সার সংগ্রহ ৫৯ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।