ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় স্কুল হকি চ‍ূড়ান্ত পর্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
জাতীয় স্কুল হকি চ‍ূড়ান্ত পর্ব ছবি : সংগৃহীত

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০১৫ এর চূড়ান্ত পর্বে আজ রোববার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ৪ ম্যাচে শুধুমাত্র জয় পেয়েছে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।

খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ৭-০ গোলে বিএএফ শাহীন স্কুল, যশোরকে হারিয়ে দেয়।

আর বাকী তিন ম্যাচই ড্র হয়। আলহিকমা মুসলিম একাডেমীর সঙ্গে নবাব হাবিবউল্লাহ স্কুল এবং কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে রফিকউদ্দিন মেমোরিয়াল স্কুল ১-১ গোলে ড্র করে। দি এইডেড হাই স্কুল বনাম কুমিল্লা হাই স্কুলের মধ্যকার ম্যাচটি গোল শূণ্য ড্র হয়।

আগামীকাল (সোমবার) জাতীয় স্কুল হকি প্রযিযোগিতার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিকেল তিনটায় খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় বনাম দি এইডেড হাই স্কুলের খেলাটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘন্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।