ঢাকা: আগামী ২৭ মার্চ থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬ কোয়ালিফায়ার্স’। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচ।
এ উপলক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের ৩৭ ফুটবলারদের নিয়ে সাভারের বিকেএসপিতে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। এ লক্ষ্যে আগামী ১০ মার্চ মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে বেলা ১২টায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ফুটবলারদের।
জাতীয় যুব দলে প্রাথমিকভাবে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় ঢাকা আবাহনীর। ১০ জন আছেন ঢাকা আবাহনীর। তারপর আছেন শেখ রাসেলের ৭, শেখ জামাল ধানমন্ডির ৫, ঢাকা মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদের ৪, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের ২, টিম বিজেএমসি, ফরাশগঞ্জ ও বিকেএসপির ১ জন করে।
প্রাথমিক দলে ঠাঁই পাওয়া ৩৭ ফুটবলার হলেন: আবাহনীর নাহিদ, ফাহাদ, শাহেদ, সজীব, সাকিল, বাদশা, ওমর, ওয়াহেদ, মিলন, ফারুক। শেখ রাসেলের রাসেল, তপু, হেমন্ত, রাকিবুল, সোহেল, সিফাত, রাব্বি। শেখ জামালের রায়হান, ইয়াছিন, সোহেল রানা, রুবেল মিয়া, তকলিস। মোহামেডানের ফয়সাল, জুয়েল, ইব্রাহিম, সুজন। মুক্তিযোদ্ধার জাবেদ, আনিসুর, নাইমুর, বিশ্বজিৎ। ব্রাদার্সের মেজবাহ, কায়সার। রহমতগঞ্জের কৃষ্ণ, আবসার। বিজেএমসির নাঈম, ফরাশগঞ্জের রাফি ও বিকেএসপির মাসুদ।
আর ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ এখন ছুটি কাটাচ্ছেন নিজ দেশে। তবে বাফুফে থেকে জানানো হয়েছে ক্যাম্প শুরুর একদিনের মধ্যেই চলে আসবেন ক্রুইফ। আপাতত ক্যাম্প শুরু হচ্ছে স্থানীয় কোচ সাইফুল বারী টিটুর অধীনেই।
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই পর্বের খেলায় এশিয়ার দেশগুলো ১০টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে । এর মধ্যে ‘ই’ গ্রুপের সকল খেলা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এ পর্বে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। এ টুর্নামেন্টে ফেভারিট উজবেকিস্তান ও সিরিয়া। কারণ, ভারত ছাড়া বাকি দুই দেশই র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে উপরে।
১০ গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা ৫ রানার্সআপ উঠবে চূড়ান্ত পর্বে। শিরোপা নির্ধারনী পর্ব আগামী বছর জানুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হবে। এই চ্যাম্পিয়নশিপ থেকেই সেরাদলগুলো রিও অলিম্পিক গেমসে অংশ গ্রহণের সুযোগ পাবে। তাই জানুয়ারির চূড়ান্ত পর্ব এক অর্থে অলিম্পিক বাছাইপর্বও। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় দল এশিয়ার প্রতিনিধিত্ব করবে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে।
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই পর্বের গ্রুপিং:
‘এ’গ্রুপ : ইরাক, ওমান, বাহরাইন, লেবানন, মালদ্বীপ।
‘বি’গ্রুপ : জর্দান, কুয়েত, কিরঘিজস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান।
‘সি’গ্রুপ : সৌদি আরব, ইরান, নেপাল, ফিলিস্তিন, আফগানিস্তান।
‘ডি’গ্রুপ : সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, তাজিকিস্তান, শ্রীলংকা।
‘ই’গ্রুপ : বাংলাদেশ, উজবেকিস্তান, সিরিয়া, ভারত।
‘এফ’গ্রুপ : অস্ট্রেলিয়া, মিয়ানমার, হংকং, চাইনিজ তাইপে।
‘জি’গ্রুপ : উত্তর কোরিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন।
‘এ্ইচ’গ্রুপ : দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, তিমুর, ব্রুনাই।
‘আই’গ্রুপ : জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ম্যাকাও।
‘জে’গ্রুপ : চীন, লাওস, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, মার্চ ০৮, ২০১৫