ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাগবিতে আবারও বাংলাদেশের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
রাগবিতে আবারও বাংলাদেশের জয় ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথমবার আন্তর্জাতিক রাগবি প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় রাগবি দল। আজ (রোববার) ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী অলিম্পিক প্রি-কোয়ালিফাই সেভেন সাইড রাগবি প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের খেলায়ও জয় পেয়েছে বাংলাদেশ।



নেপালের জাতীয় রাগবি দলকে ৩২-০ পয়েন্টে পরাজিত করেছে বাংলাদেশ। এরপর স্থান নির্ধারনী খেলায় শক্তিশালী লাউসের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। লাউসের কাছে ১২-০ পয়েন্টে পরাজিত হয় বাংলাদেশ। প্রতিযোগিতায় এই পরাজয়ের ফলে ছয় দলের মধ্যে ৫ম হয় বাংলাদেশ। প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই ম্যাচ জিতে আয়োজকদের প্রসংশা কুড়িয়েছে বাংলাদেশ জাতীয় রাগবি দল।

উল্লেখ্য, নেপালের সঙ্গে খেলার সময় বাংলাদেশ দলের মোঃ শহিদুজ্জামান আঘাত প্রাপ্ত হয়েছেন। চেন্নাইয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সরাসরি বিমান যোগে ঢাকায় এনে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।