ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বোরহানউদ্দিনে খেলোয়াড় কল্যাণ সংস্থার ২৫ বছর পূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
বোরহানউদ্দিনে খেলোয়াড় কল্যাণ সংস্থার ২৫ বছর পূর্তি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় খেলোয়াড় কল্যাণ সংস্থার ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (০৮ মার্চ) উপজেলা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।



পরে সেখানে খেলোয়াড় কল্যাণ সংস্থার সদস্যরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

বিকেল ৪টার দিকে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সংস্থার সদস্যরা দু’টি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন।

উপজেলার হাইস্কুল মাঠে খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি সরোয়ার শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্যাহ মিয়া, অতীশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বিএনপি সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক এম এইচ শিপন, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুজ্জামান, খেলোয়াড় কল্যাণ সংস্থার সম্পাদক সামছুদ্দিন পঞ্চায়েত, যুগান্তর প্রতিনিধি নীল রতন দে প্রমুখ।

সন্ধ্যায় ঢাকা থেকে আসা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।