ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

খেলা

ফুটবল খেলে দর্শক মাতালেন মাশরাফি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, সেপ্টেম্বর ৩, ২০১৭
ফুটবল খেলে দর্শক মাতালেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে দর্শক মাতালেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

রোববার (০৩ সেপ্টেম্বর) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।

পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে এসে ‘নড়াইল এক্সপ্রেস’ ফুটবল খেলায় মেতে উঠেন।

শুভেচ্ছা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ খেলায় ক্লাবের সদস্যরা দুই দলে বিভক্ত হয়ে অংশ নেন। ক্লাবের সিনিয়র সদস্যদের দলের নেতৃত্ব দেন মাশরাফি। আর জুনিয়র সদস্যদের দলের নেতৃত্ব দেন মাশরাফির ছোট ভাই মুরসালিন সিজার। খেলাটি ১-১ গোলে অমীমাংসিত হয়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমঈদের ছুটিতে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। মাশরাফির ফুটবল খেলার খবর পেয়ে যশোরসহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ছুটে আসেন।

মাশরাফির মা হামিদা মর্তুজা বাংলানিউজকে জানান, মাশরাফি ছোট বেলা থেকেই ফুটবলসহ বিভিন্ন খেলায় পারদর্শী। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমযশোর থেকে আসা মাশরাফি ভক্ত সেলিম আহম্মেদ বাংলানিউজকে জানান, এতোদিন জানতাম মাশরাফি একজন ভালো ক্রিকেটার। আজ মাশরাফির ফুটবল খেলা দেখে মনে হলো মাশরাফি যদি নিয়মিত ফুটবল খেলতেন তাহলে একজন ভালো ফুটবলার হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়তো।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।