ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামকে ৭২ রানেই থামিয়ে দিল কুমিল্লা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, ফেব্রুয়ারি ২, ২০২৪
চট্টগ্রামকে ৭২ রানেই থামিয়ে দিল কুমিল্লা

টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু তানভির ইসলাম-আলিস ইসলামদের সামনে দাঁড়াতেই পারলো না তারা।

অল্প রানেই গুটিয়ে গেছে শুভাগত হোমের দল।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টদশ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। আগে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে চট্টগ্রাম সংগ্রহ করে ৭২ রান।  

ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রান করে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। কেবল দুইজন ছাড়া কেউই স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের ঘর। দলের হয়ে ২০ বলে সর্বোচ্চ ২৭ রান করেন টস ব্রুস। আর নাজিবউল্লাহ জাদরান করেন ১১ রান।  

কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেন তানভির। ৪ ওভারে স্রেফ ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। ১৪ রান খরচায় ২ উইকেট নেন আলিস। একটি করে উইকেট নেন রেইফার, আমের জামাল ও মোস্তাফিজ।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।