ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বর্ষণদের দেখে মুগ্ধ বিশপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
বর্ষণদের দেখে মুগ্ধ বিশপ

সেমিফাইনালে উঠার কঠিন সমীকরণ নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১৫৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাকি কাজটা এখন  ব্যাটারদের।

তবে এখন পর্যন্ত যুব বিশ্বকাপে আলো ছড়িয়েছেন পেসাররা। বিশেষ করে রোহানত দৌল্লাহ বর্ষণ। ডানহাতি এই পেসার  আজ একাই কেবল ২৪ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। তার গতির কাছে নাকনিচুবানি খেয়েছে পাকিস্তানি ব্যাটাররা।  

মারুফ মৃধা ও ইকবাল হোসেন ইমন কোনো উইকেট না পেলেও খুব একটা খারাপ বোলিং করেননি তারা। সবমিলিয়ে বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধ করেছে প্রখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপকে। পাকিস্তানকে ১৫৫ রানে দেওয়ায় টুইটারে বাংলাদেশি পেসারদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সাবেক এই ক্যারিবিয়ান পেসার।

বিশপ বলেন, 'অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে দেখছি। তাদের ফাস্ট বোলাররা যেভাবে উন্নতি করেছে এবং মাঠে তারা যতটা দক্ষ ও উদ্যমী, তা নিয়ে আমার মুগ্ধতার শেষ নেই। এবং তারা কাউকে ভয় পায় না। '

বাংলাদেশের ম্যাচ ধারাভাষ্য কক্ষ থেকেই দেখছেন বিশপ। সেমিফাইনালে যেতে হলে ১৫৫ রান ৩৮.১ ওভারের মধ্যেই পাড়ি দিতে হবে যুবা টাইগারদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান করেছে তারা। দারুণ শুরু পেলেও ১২ বলে ৪ চারে ১৯ রানে সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।