ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস হেরে নেপালের বিপক্ষে ব্যাট করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
টস হেরে নেপালের বিপক্ষে ব্যাট করবে বাংলাদেশ

নেপালের জন্য পাওয়ার নেই তেমন কিছুই। সুপার এইটে যাওয়ার সমীকরণ নেই তাদের।

আগের ম্যাচে কাছে গিয়েও টেস্ট খেলুড়ে দেশকে হারাতে না পারার দুঃখ ভুলতে পারে তারা। এদিকে বাংলাদেশের সুপার এইট নিশ্চিত দরকার কেবল জয়।  

এমন ম্যাচে সোমবার সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেপাল।

নেপালের বিপক্ষেও বাংলাদেশ নামছে নেদারল্যান্ডস ম্যাচের একাদশ নিয়েই। কোনোপ পরিবর্তন আসেনি তাতে। তিন পেসারের সঙ্গে আছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। মাঝেমধ্যে হাত ঘুরাতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদও।  

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ সময় : ০৫১৮ ঘণ্টা, ১৭ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।