ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

কন্ডিশন সমস্যা হবে না: মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, ডিসেম্বর ২৯, ২০১৪
কন্ডিশন সমস্যা হবে না: মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে বিশ্বকাপ উত্তেজনা। আর কেনই বা হবে না? বিশ্বকাপটি যে এবার হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে।

আর ওশানিয়া অঞ্চলের মাঠ গুলোতে এশিয়ান দলগুলোর বড় সমস্যার নাম কন্ডিশন। আর এতে পিছিয়ে নেই বাংলাদেশও।

তবে টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম জানিয়েছেন, কন্ডিশন নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না তিনি। মিরপুরে প্রাইম দোলেশ্বরের অনুশীলনের ফাঁকে মুশফিক বলেন, ‘আশাকরি সেখানকার কন্ডিশনে আমাদের খেলতে সমস্যা হবে না। ’

পরে পুরো দলের প্রস্তুতি সম্পর্কে মুশফিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি নিজের ও দলের অন্য সবার পারফরম্যান্সে নিয়ে আত্মবিশ্বাসী। আশাকরি বিশ্বকাপে আমরা নিজেদের সেরা দিয়ে খেলতে পারবো। ’

তিনি আরো বলেন, ‘আমরা ২০১৪ সালের শেষ দিকে যেভাবে দলীয় সাফল্য পেয়েছিলাম, আশাকরি এর ধারাবাহিকতা ২০১৫ সালেও ধরে রাখতে পারবো। ’  

আগামী ১৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ক্যানাবেরায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।