ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গিলক্রিস্টের রেকর্ড ছুঁলেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
গিলক্রিস্টের রেকর্ড ছুঁলেন ম্যাককালাম ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক ছয় হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ওঠার দ্বারপ্রান্তে ব্রেন্ডন ম্যাককালাম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ডানেডিন টেস্ট দিয়েই সাবেক অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্টের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।



গিলক্রিস্ট তার ৯৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মোট ১০০টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন। সাত বছর পর এ কীর্তি ছুঁয়েছেন ম্যাককালাম।

নিজের ৯৮তম টেস্ট ম্যাচে এসে গিলক্রিস্টের পাশে নাম লেখান ম্যাককালাম। ডানেডিন টেস্টের আগে তার দখলে ছিল ৯৭টি ছয়। এ ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৭৫ রান করলেও মাত্র একটি ছক্কার মার ছিল। তবে দ্বিতীয় ইনিংসে উইকেটে নেমে প্রথম বলেই রঙ্গনা হেরাথকে লং অনে ছয়ে পরিণত করেন। কিউইদের ইনিংস ঘোষণার আগে দুই ছক্কায় ৬ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ৩৪ বছর বয়সী এ মারকুটে ব্যাটসম্যান।

এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো শীর্ষ দশজন ব্যাটসম্যান হলেন গিলক্রিস্ট (১০০), ম্যাককালাম (১০০), ক্রিস গেইল (১০৩ ম্যাচে ৯৮টি), জ্যাক ক্যালিস (১৬৬ ম্যাচে ৯৭), বীরেন্দর শেবাগ (১০৪ ম্যাচে ৯১), ব্রায়ান লারা (১৩১ ম্যাচে ৮৮), ক্রিস কেয়ার্নস (৬২ ম্যাচে ৮৭), ভিভ রিচার্ডস (১২১ ম্যাচে ৮৪), অ্যান্ড্রু ফ্লিনটফ (৭৯ ম্যাচে ৮২) ও ম্যাথু হেইডেন (১০৩ ম্যাচে ৮২)।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএম

** জয়ের সুবাস পাচ্ছে কিউরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।