ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বোলারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।   ক্রিকেট ক্যালেন্ডার অনুযায়ী সাফল্যময় একটি বছর (২০১৫) শেষ করা টাইগারদের লক্ষ্য এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা।

তবে শর্ট ফরম্যাটের এই আসরে বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকবে বলে মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ভারতের উইকেটে বোলারদের চ্যালেঞ্জ থাকবে। যদিও কন্ডিশন কিছুটা একইরকম হবে। কিন্তু উইকেট সম্পূর্ণ আলাদা। আপাতত এগুলো নিয়ে ভাবছি না, সামনে আমাদের এশিয়া কাপ (টি-টোয়েন্টি) আছে। সেদিকেই আমাদের মনোযোগ রয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) ভক্তদের  ভোটে  ‘কুল-বিএসপিএ রিয়েল স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড' পান জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এ কথা বলেন তিনি।

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মাশরাফি বলেন, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এই পুরস্কারটা অবশ্যই প্রত্যেকটা মানুষের ভোটে হয়েছে। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। দোয়া করবেন আমি যেন সামনে আরও ভালো খেলতে পারি।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সাফল্যময় বছরটি (২০১৫) মূল্যায়ন করতে গিয়ে মাশরাফি বলেন, ‘খুব ভালো একটি বছর গেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য। জার্নিটা অনেক কঠিন ছিল। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়েকে হারিয়ে ভালোভাবে বছরটা শেষ করতে পেরেছি। ’

নিজের ইনজুরি নিয়ে মাশরাফি বলেন, ইনজুরিটা সিরিয়াস কিছু না। এখন অনেক ভালো আছি। একটু বিশ্রাম পেলে, আশা করি সব ঠিক হয়ে যাবে।

বিপিএল শেষে দুই সপ্তাহের ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাশরাফি ছুটি কাটাবেন থাইল্যান্ডে। শিগগিরই ছুটি কাটাতে পরিবার নিয়ে থাইল্যান্ড যাচ্ছেন তিনি। ফিরে এসে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশ দলের সফল এ অধিনায়ক। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।