ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসরে আফগান ব্যাটসম্যান মঙ্গল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
অবসরে আফগান ব্যাটসম্যান মঙ্গল অবসরে আফগান ব্যাটসম্যান মঙ্গল-ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক নওরোজ মঙ্গল। তার নেতৃত্বে দলটি ২০০৯ বিশ্বকাপ বাছাইপর্বে খেলে ওয়ানডে মর্যাদা পায়। এছাড়া ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করে। অবসরের পর দলের প্রধান নির্বাচকের ভূমিকায় কাজ করবেন তিনি।

৩২ বছর বয়সী মঙ্গল জাতীয় দলের হয়ে ৪৯টি ওডিআই ও ৩০টি টি-২০ ম্যাচ খেলেছেন। যেখানে দুই ফরম্যাটে তার রান ছিল যথাক্রমে ১১৩৯ ও ৪৫৪।

১৩ বছর আগে ওমানের বিপক্ষে আফগানদের প্রথম আন্তর্জাতিক ম্যাচের সদস্য ছিলেন তিনি।

আফগানের পাঁচজন ব্যাটসম্যান আছেন যারা ওয়ানডেতে ১’হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তাদের মধ্যে একজন ডানহাতি এই ব্যাটসম্যান। ৫০ ওভারের ক্রিকেটের তার দুটি শতক আছে।

২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আফগানকে ২২টি ওয়ানেডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে সফলতার সঙ্গে ১২টি ম্যাচেই জয় পেয়েছে দলটি। এছাড়া ১৩টি টি-২০ ম্যাচের ছয়টিতে জয় পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।