সোমবার (০৯ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহর প্রথম দুই ম্যাচে খেলতে না পারার বিষয়টি জানায় ক্লাবটির কর্মকর্তারা।
মাহমুদউল্লাহ এবার চুক্তিবদ্ধ হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে।
গত নভেম্বর কলকাতায় ভারতের বিপক্ষে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে চোট পান মাহমুদউল্লাহ। সেই চোট থেকে এখনো সেরে না ওঠায় তাকে ছাড়াই প্রথম দুই ম্যাচ মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
ইউবি