ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় পা রাখলো উইন্ডিজ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
ঢাকায় পা রাখলো উইন্ডিজ ক্রিকেট দল

দুই ম্যাচের টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আজ (রোববার, ১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনা ভাইরাসের অজুহাতে জন্য ক্যারিবীয়দের দুই ফরম্যাটের অধিনায়কসহ মূল স্কোয়াডের অনেকেই নেই এই দলে।

প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই তারা সফর করছে।

অন্যদিকে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

তবে ঢাকায় পা রাখার আগেই একটি ধাক্কা খেয়েছে ক্যারিবীয়রা। কভিড-১৯ এর জন্য ওয়ানডে স্কোয়াড থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেছেন রোমারিও শেফার্ড।

সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে। ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডেও একই ভেন্যুতে। ২৫ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম টেস্ট ৩-৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং ১১-১৫ ফেব্রুয়ারি শেষ টেস্ট মিরপুরে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সর্বশেষ বাংলাদেশ এসেছিল ২০১৮ সালে। এই সিরিজ দিয়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। অবসর না নিলেও সিরিজে বাদ পড়েছেন মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।