ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা আক্রান্ত বাংলাদেশ সফরে আসা উইন্ডিজ স্পিনার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
করোনা আক্রান্ত বাংলাদেশ সফরে আসা উইন্ডিজ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। যার কারণে টাইগারদের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।

 

বর্তমানে স্বেচ্ছা-আইসোলেশনে আছেন ওয়ালশ জুনিয়র।  বাংলাদেশে পৌঁছার এক সপ্তাহ আগে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে বুধবার (১৩ জানুয়ারি) ঢাকায় পিসিআর টেস্টে পজিটিভ রিপোর্ট আসে ওয়ালশ জুনিয়রের। পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট না আসা পযর্ন্ত স্বেচ্ছা-আইসোলেশনে থাকবেন তিনি।  

তবে সফরে থাকা ক্যারিবিয়ানদের আর কারও পজিটিভ রিপোর্ট আসেনি। বাংলাদেশে আসার পর থেকে তারা স্বেচ্ছা-আইসোলেশনে আছেন।  

২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সফরে তিন ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।