ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দল ঘোষণার এক ঘণ্টা আগে নেতৃত্ব হারানোর খবর জানতে পারেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
দল ঘোষণার এক ঘণ্টা আগে নেতৃত্ব হারানোর খবর জানতে পারেন কোহলি

অবশেষে ভারতের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। ডানহাতি এই ওপেনারের দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার প্রায় এক ঘণ্টা আগে তাকে নেতৃত্ব না থাকার কথা জানানো হয়।

 

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, 'আমি বুঝতে পারছি কেন আমাকে সরানো হয়েছে। বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনোদিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি 'বিসিসিআইয়ের সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ঘণ্টাখানেক আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। ফোন ছাড়ার আগে পাঁচ নির্বাচক আমাকে জানান আমি আর ওয়ানডে দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে। ' 

কোহলির এই বক্তব্য থেকে পরিষ্কার, তার সঙ্গে কোনো আলোচনা না করেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাকে। এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, তিনি নাকি কোহলিকে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে মানা করেন। কোহলি সেই বারণ শোনেনি। এবার কোহলি বললেন, বোর্ডের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ তাকে করা হয়নি।

কোহলি বলেন, 'বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। বিসিসিআইকে আমি বলেছিলাম, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়। সেখানে অন্য কোনো কিছু ছিল না। আমাকে বলা হয়েছিল এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। সেই সময় বলেছিলাম, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে আমি অধিনায়কত্ব করব। আমার দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। কিন্তু বোর্ডের কর্মকর্তারা এবং নির্বাচকরা বোধ হয় তেমনটা ভাবেননি। তারা মনে করেছেন ওয়ানডে ক্রিকেটে আমার অধিনায়কত্ব করার প্রয়োজন নেই, আমি মেনে নিয়েছি। '

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। তার নেতৃত্ব ছাড়া নিয়ে সৌরভ বলেছিলেন, 'আমি ব্যক্তিগতভাবে কোহলিকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু কোহলির মনে হয়েছে যে, তার ওপর চাপ বেড়ে যাচ্ছে। আমি বলেছি, ঠিক আছে। সে একজন দারুণ ক্রিকেটার। নিজের খেলা নিয়ে খুবই আগ্রহী। দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছি, এই চাপটা আমি জানি। '

এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়ায়, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন না কোহলি। মেয়ের জন্মদিন থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বিসিসিআইয়ের কাছে নাকি সেই অনুরোধও করেছেন কোহলি। যদিও তার পরে শোনা যায়, তিনি নাকি এই রকমের কোনো অনুরোধ করেননি। অবশেষে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন বলে জানিয়ে দিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।