ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা ভাইরাসে আক্রান্ত মিসবাহ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
করোনা ভাইরাসে আক্রান্ত মিসবাহ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি খবরটি নিশ্চিত করেছে।

জানা যায়, ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কোভিড পজিটিভ হন মিসবাহ। করোনায় আক্রান্ত হওয়ার পর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিসবাহ।

করোনার চলমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী ফের আক্রান্তের হার বেড়ে চলেছে। ক্রীড়াঙ্গনেও আঘাত হেনেছে এটি। এর আগে ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড করোনায় আক্রান্ত হন। ১০ দিন আইসোলেশনে ছিলেন তিনি। মূলত সিলভারউডের পরিবারের একজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে পাঠানো হয়েছিল তাকে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।