ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘চুনোপুটিরা ধরা পড়লেও আ. লীগের মূল নেতারা ধরাছোঁয়ার বাইরে’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
‘চুনোপুটিরা ধরা পড়লেও আ. লীগের মূল নেতারা ধরাছোঁয়ার বাইরে’ ...

চট্টগ্রাম: চুনোপুটি-হাইব্রিড নেতাদের কেউ কেউ ধরা পড়লেও আওয়ামী ফ্যাসিবাদের মূল ধারার নেতারা ধরাছোঁয়ার বাইরে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে কোতোয়ালী থানার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানা আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন কোতোয়ালী থানার নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশীদ আমু, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, দরসুল কুরআন পেশ করেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদৌস।  

সম্মেলনে আরও বক্তব্য দেন থানা কর্মপরিষদ সদস্য নুরুল কবির, এইচ এম এমদাদ উল্লাহ, নাজিম উদ্দীন ও অ্যাডভোকেট এহতেশামুল হক, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আমীর সাইয়্যেদ মুহাম্মদ আলী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আমীর আজগর হাসান, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড আমীর অ্যাডভোকেট আনোয়ার সাদাত, ২১ নম্বর জামালখান ওয়ার্ড আমীর একরামুল হক, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আমীর ডা. মুহাম্মদ ইলিয়াছ, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আমীর ওসমান গণি, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড আমীর নুরুল আমিন, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের খেদাতে বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী রূপ নিতে পারেনি। স্বয়ং উপদেষ্টা পরিষদেই রয়ে গেছে এমন সব মহারতি যারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে পারেননি। চুনোপুটি-হাইব্রিড নেতাদের কেউ কেউ ধরা পড়লেও আওয়ামী ফ্যাসিবাদের মূল ধারার নেতারা ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের অভ্যন্তরে শুদ্ধি অভিযান পরিচালিত হয়নি, যা সরকারের উল্লেখযোগ্য ব্যর্থতা।

রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, রুকনরাই সংগঠনের মূল শক্তি এবং বাইয়াতের কর্মী। তারা যেমন মর্যাদাবান, সর্বোপরি তাদের দায়িত্বও অনেক বেশি। তাই জামায়াতের শপথের কর্মীদের নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টিতে আত্মনিয়োগ করতে হবে। ইসলামী আন্দোলনে যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্যতা বৃদ্ধির জন্য কোরআন, সুন্নাহ ও ইসলামী সাহিত্যের যথাযথ অনুশীলন করতে হবে।

তিনি বলেন, একটি সফল বিপ্লবের জন্য মানুষের ঘরে দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জাতির কল্যাণে রুকনদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।