ঢাকা, রবিবার, ২ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশই ফেল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশই ফেল ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২০ শতাংশ শিক্ষার্থী।

অপরদিকে অনুত্তীর্ণ প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী।  

রোববার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

 

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান জানান, ‘বি’ ইউনিটের পরীক্ষায় এবার অংশ নিয়েছেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন। সেই হিসেবে পাসের হার ২০ দশমিক ২৪ শতাংশ। অপরদিকে অকৃতকার্য হয়েছেন ৪৯ হাজার ৮৬৯ জন। অনুত্তীর্ণের হার ৭৯ দশমিক ৭৬ শতাংশ।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত  ‘বি’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২২১টি। এর বিপরীতে এবার আবেদন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী।  

শনিবার (৮ মার্চ) তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।