ঢাকা, রবিবার, ১৫ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করেছেন: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করেছেন: সরওয়ার আলমগীর  কথা বলছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, একাত্তরে শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছিল সেখানে স্বাধীনতার ঘোষণা দিয়ে সফল হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফলে এদেশ স্বাধীনতা লাভ করে।

পৃথিবী পেয়েছিল একটি স্বাধীন মানচিত্র। পরবর্তীতে তিনি জনগণের দ্বারা ক্ষমতায় এসে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করেন।
কিন্তু একটি গোষ্ঠী তাকে হত্যা করে চেয়েছিল বাংলার বুক থেকে জিয়া নামটি মুছে দিতে। কিন্তু এ দেশের শান্তিপ্রিয় জনতা পরবর্তীতে বেগম খালেদা জিয়াকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসেন। তিনি কখনো দেশ নিয়ে ষড়যন্ত্রে আপস করেননি। তাই দেশের মানুষের কাছে তিনি আপসহীন নেত্রী।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিশিষ্ট ব্যক্তি, বিএনপির নেতাকর্মী, আলেম ওলামা ও এতিমদের সম্মানে দেওয়া ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সরওয়ার আলমগীর তার সংসদীয় আসন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এর নিজ গ্রামের বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

সরওয়ার আলমগীর বলেন, কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র সফল হবে না। অচিরেই নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণ দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উপহার দেবে।  

তিনি আরও বলেন, স্বাধীনতার পরবর্তী যারা আ.লীগের সঙ্গে আঁতাত করেছিল তারা আবারও স্বপ্ন দেখছেন। তাদের স্বপ্ন কখনো এ দেশের জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, ফটিকছড়ির মাটি ও মানুষ হচ্ছে আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না। তেমনি এই এলাকার মানুষ ছাড়া আমিও অস্তিত্বহীন। তাদের সুখে-দুঃখে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

ফটিকছড়ি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বদিউল আলম তালুকদার, মহিন উদ্দিন আজম তালুকদার, আবু আজম তালুকদার, মুনসুর আলম চৌধুরী, ডা. নাজিম উদ্দীন, এস এম ইউসুফ, আলা উদ্দীন, খালেদ বাবুল, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, নুরুল হুদা, মুক্তিযোদ্ধা শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল চৌধুরী, মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী, হাসানুল কবির, মহিন উদ্দিন মেসি, এমএ মাহফুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।