চট্টগ্রামের বাঁশখালীতে ২২ দিন আগে কাদা থেকে উদ্ধার করা সেই মা হাতিটি মারা গেছে।
শুক্রবার (২৮ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।
প্রায় ৪০ বছর বয়সী মা হাতিটি অপুষ্টির কারণে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং তার বাম পা অবশ হয়ে গিয়েছিল বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের বন্যপ্রাণী কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে হাতিটি মারা গেছে।
এর আগে বন বিভাগ এবং স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় হাতিটিকে উদ্ধার করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
বিই/পিডি/টিসি