চট্টগ্রাম: ‘সহজে সাম্যে ঐকতান’ স্লোগানে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উদযাপন করেছে বাংলার চিরায়ত লোকোৎসব পহেলা বৈশাখ।
বর্ষ বিদায় ও বরণের এ উৎসবে ছিল বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল নয়টায় প্রধান অতিথি এমএম ইস্পাহানি লিমিটেডের রেক্টর ও প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী বৈশাখী মেলা ও লোকোৎসব ঘুড়ি উড়ানোর মাধ্যমে উদ্বোধন করেন।
এ সময় অনুষ্ঠান সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমেদ শাহীন আল রাজী, আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আরিফুর রহমান, সম্মানিত অতিথি মিসেস তৌহিদা ইসলাম (রেক্টর সহধর্মিণী), প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক ও শিক্ষার্থী, এমএম ইস্পাহানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, একাডেমিক কাউন্সিলের সদস্য, অভিভাবকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন।
সকাল ১০টায় মির্জা মেহদি ইস্পাহানি ভবন হল ঘরে (নিচতলায়) লোকোৎসবের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। মঞ্চে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় ও উত্তরীয় দেওয়া হয়।
এ সময় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক। ‘এসো হে বৈশাখ এসো এসো’ কালজয়ী এ গানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিবেশনা শুরু হয়। দেশাত্মবোধক গান, লোকসংগীত, লোকনৃত্য ও রকমারি মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক, শিল্পী ও গবেষক ড. শেখ সাদী। দর্শকদের অনুরোধের আসরে তিনি লোকগীতি পরিবেশন করেন এবং তাঁর বক্তব্যে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক এ আয়োজনের প্রশংসা করেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ প্রতিষ্ঠানের মতো সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার্থীদের সৃষ্টিশীল মেধা বিকাশে সহায়ক হবে বলে মন্তব্য করেন।
বেলা দুইটায় বৈশাখী মেলায় শ্রেষ্ঠ স্টল উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এআর/টিসি