ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাকসুর গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা ছাত্রশিবিরের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, এপ্রিল ২৯, ২০২৫
চাকসুর গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা ছাত্রশিবিরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে প্রস্তাবনা পেশ করেন ছাত্রশিবিরের নেতারা।

 

লিখিত বক্তব্য উপস্থাপন করেন চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা পাঠ করেন চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী।

 

মোহাম্মদ ইব্রাহিম বলেন, চাকসু নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের আত্মমর্যাদা, অধিকার ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা দৃঢ়ভাবে বিশ্বাস করে গণতন্ত্র, অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা আবশ্যক।

মোহাম্মদ আলী চাকসুর  গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনায় নির্বাহী পরিষদ ২১ সদস্যের করার কথা বলেন। পদগুলো, সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আবাসন ও পরিবহন সম্পাদক, পাঠাগার ও কমনরুম সম্পাদক, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, নারী অধিকার বিষয়ক সম্পাদক, ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য।   

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, চবি ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ খালেদসহ ছাত্রশিবিরের নেতারা।

এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।