চট্টগ্রাম: ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে উপস্থিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (১০ মে) বিকেল সোয়া ৪ টার দিকে মঞ্চে উঠেন তিনি।
একই মঞ্চে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মঞ্চে অবস্থান করতে দেখা যায়। এদিকে, তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সভাস্থলে আসতে শুরু করে নেতাকর্মী। মহাসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেয়। ইতোমধ্যে নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
এমআই/টিসি