সুমাত্রা: ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা উপকূলে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মেনতাভি দ্বীপের কাছে ভূ-পৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে সৃষ্ট হয় ভূমিকম্পটি।
তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার মেটিওরোলজী অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে স্থানীয় সময় রাত ৯টা ৪২ মিনিটে (জিএমটি ১৬৪২) আঘাত হানা ভূমিকম্প বেঙ্কুলু ও পশ্চিম সুমাত্রা প্রদেশে অনুভূত হয়।
উল্লেখ্য, ভূমিকম্প প্রবণ ইন্দোনেশিয়ার সুমাত্রায় ২০০৯ সালে সেপ্টেম্বর মাসে ভয়াবহ এক ভূমিকম্পে সহস্রাধিক ব্যক্তি প্রাণ হারায়।
ঊাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০